সামাজিক যোগাযোগ মাধ্যমে উপরের ছবিটি বুটেস ভয়েড নামে প্রচারিত হচ্ছে। বুটেস ভয়েড ৩৩০ মিলিয়ন আলোকবর্ষ জুড়ে বিস্তৃত একটা ফাঁকা জায়গা যেটা বুটেস নেবুলায় অবস্থিত। অনেকে ভাবছেন ফাঁকা জায়গা দ্বারা বুঝি বুঝানো হচ্ছে- এখানে কোনো গ্যালাক্সি নেই, কোনো নক্ষত্র নেই, কিছুই নেই। তাদের এই ধারণা সম্পূর্ণ ভুল, এই বুটেস ভয়েডে ৬০ টি গ্যালাক্সি রয়েছে, প্রতিটি গ্যালাক্সিতে রয়েছে অসংখ্য নক্ষত্র। বুটেস নেবুলার অন্যান্য স্থানগুলিতে গ্যালাক্সির যে ঘনত্ব সে হিসেব অনুসরণ করলে ২০০০ টি গ্যালাক্সি থাকা উচিত ছিলো এত বড় জায়গা জুড়ে, কিন্তু আছে মাত্র ৬০ টি গ্যালাক্সি। তাই এর নামে ভয়েড বিশেষণ দেওয়া হয়েছে।
সমস্যা হলো, উপরের ছবিটা আদতে বুটেস ভয়েডের ছবিই না। বুটেস ভয়েডের ছবি নিচে দেওয়া হলো – যেখানে আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি নামে ভয়েড হলেও এই স্থানে গ্যালাক্সির উপস্থিতি রয়েছে, এটা প্রকৃত শূণ্যস্থান নয়। উপরের ছবিটি মূলত Barnard 68 নামে এক ডার্ক নেবুলার। এই নেবুলা এতই ঘন যে এর মধ্য দিয়ে আলো এসে আমাদের অবদি পৌছায় না, এরা আলো আটকে দেয়। ফলে আমরা ওই স্থানকে কুচকুচে আলো দেখি। এর মানে এই না যে ওটা শূণ্যস্থান, ওখানে এত পরিমাণ পদার্থ ঘনীভূত আছে যে আমরা ওই স্থান থেকে কোনো দৃশ্যমান আলো পাচ্ছি না!
