প্রাপ্তবয়স্ক হওয়ার পর রক্তের গ্রুপ কী পরিবর্তিত হয়?

প্রাপ্তবয়স্ক হওয়ার পর রক্তের গ্রুপ কী পরিবর্তিত হয়?

অনলাইন জগৎ কিংবা অফলাইন, আমরা অনেকের কাছেই শুনে থাকি শৈশবে তাদের রক্তের গ্রুপ একরকম ছিলো কিন্তু প্রাপ্তবয়স্ক হওয়ার পরে রক্তের গ্রুপ পরিবর্তন হয়ে গেছে৷ ফলে অনেকের মধ্যেই বদ্ধমূল ধারণা জন্মে, “একজন মানুষের রক্তের গ্রুপ পরিবর্তন হতেই পারে।” আদতে তা কিন্তু নয়। আমাদের রক্তের গ্রুপ নির্ধারণের পদ্ধতি হলো ABO সিস্টেম। রক্তের লোহিত রক্তকণিকার পৃষ্ঠে উপস্থিত অ্যান্টিজেন এবং রক্তরসে উপস্থিত অ্যান্টিবডির উপর নির্ভর করে কার রক্তের গ্রুপ কী হবে। ধরুন, আপনার রক্তরসে উপস্থিত অ্যান্টিবডি হলো b, এর অর্থ আপনার লোহিত রক্তকণিকার পৃষ্ঠতলে অ্যান্টিজেন B থাকবেনা, শুধু অ্যান্টিজেন A থাকবে। আপনার রক্তের গ্রুপ হবে A।

একইভাবে, রক্তরসে a অ্যান্টিবডি থাকলে লোহিত রক্তকণিকায় A অ্যান্টিজেন থাকবেনা, শুধু B থাকবে। আপনার রক্তের গ্রুপ হবে B। রক্তরসে কোনো অ্যান্টিবডি না থাকলে তখন লোহিত রক্তকণিকায় A B উভয় অ্যান্টিজেনই থাকবে, রক্তের গ্রুপ AB। রক্তরসে উভয় অ্যান্টিবডি থাকলে লোহিত রক্তকণিকা হবে অ্যান্টিজেনহীন, রক্তের গ্রুপ O।


এখন এই রক্তের গ্রুপ সাধারণত একজন মানুষের ক্ষেত্রে আজীবন একই থাকে। কিছু বিরল ঘটনায় রক্তের গ্রুপ পরিবর্তিত হতে পারে। যেমন:
অস্থিমজ্জা প্রতিস্থাপন: আমাদের শরীরে রক্ত কোথা হতে উৎপন্ন হয়? অস্থিমজ্জা হতে। লোহিত, শ্বেত কিংবা অনুচক্রিকা রক্তকণিকা সবই অস্থিমজ্জায় উৎপন্ন। লিউকোমিয়া রোগীদের ক্ষেত্রে এই অস্থিমজ্জা সুস্থ সবল হয়না। ফলে তাদের অনেকসময় অস্থিমজ্জা প্রতিস্থাপন করার প্রয়োজন পড়ে। যদি রক্ত উৎপাদনের কারখানাই পরিবর্তিত হয় তবে উৎপাদিত রক্তের গ্রুপও পরিবর্তিত হবে। এটাই স্বাভাবিক।


প্রচুর রক্তগ্রহণ: অনেক সময় দুর্ঘটনায় প্রচুর রক্তক্ষরণ হলে তখন A, B, বা AB গ্রুপ ধারী কেউ সর্বজনীন দাতা O এর থেকে রক্ত নিতে পারে। ফলে সাময়িক সময়ের জন্য রক্ত পরীক্ষায় গ্রুপ ভিন্ন দেখায়। কিন্তু কিছুদিনের মধ্যেই অস্থিমজ্জা থেকে উৎপন্ন নতুন রক্ত এই বাইরে থেকে নেওয়া রক্তকে প্রতিস্থাপিত করে এবং রোগীর রক্তের গ্রুপ আবার আগেরটাতেই ফিরে আসে।


ব্যাকটেরিয়ার আক্রমণ: ইনটেস্টাইনে ব্যাকটেরিয়ার আক্রমণে ইনফেকশন হলে এক ধরনের এনজাইম সৃষ্টি হয় যে এনজাইম A রক্তের গ্রুপের উপাদানগুলো B রক্তের গ্রুপের উপাদানে বদলে দেয়। অর্থাৎ রোগীর রক্তগ্রুপই পরিবর্তিত হয়। এটা শুধুমাত্র A গ্রুপের রোগীদেরই হয় এবং তাদের নতুন রক্তের গ্রুপ B হওয়ায় এটাকে বলে “acquired B phenomenon”। এই ঘটনা আর ঘটে কোলন ক্যান্সার কিংবা সেপসিস হলে।


সবশেষে বলা যায় রক্তের গ্রুপ চেঞ্জ হওয়া আদতে এত সহজ কিছু নয়। এটা অহরহ ঘটেনা। বিরল রোগ এবং জেনেটিক কান্ডিশনে এমন হতে পারে। কিন্তু খুবই কম সেটা। অনেকে বলে থাকে, ” শৈশবে আমার রক্তগ্রুপ যা ছিলো, বড় হওয়ার পর তা নেই”, এ আসলে ভ্রান্ত ধারণা। বয়সের সাথে রক্তের গ্রুপের বিন্দুমাত্র সম্পর্ক নেই৷ হয় তিনি জানতেনই না শৈশবে তার রক্তের গ্রপ কী ছিলো, নতুবা রক্তের গ্রুপ নির্ণয়ে কোনো ত্রুটি ছিলো। প্রাপ্তবয়স্ক হলে রক্তের গ্রুপ কখনোই এমনি এমনি পরিবর্তিত হয়ে যায়না।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *