প্রায় দুই যুগ ধরে, “নতুন মিসিং লিংক পাওয়া যাচ্ছেনা কেনো, মানুষ বিবর্তিত হলে তার নিদর্শন নেই কেনো?” বলতে বলতে মুখব্যথা করা ভাইসকলদের জীবদ্দশাতেই আবিষ্কৃত হলো নতুন মিসিং লিংক, পুঁথিগত ভাষায় যাকে বলে ট্রানজিশনাল ফসিল। সম্প্রতি প্রত্নতাত্ত্বিকরা চীনে নতুন একটি মানুষের প্রজাতির খোঁজ পেয়েছেন। এখন থেকে প্রায় ২ লক্ষ বছর আগে এরা বিলুপ্ত হয়ে গিয়েছিল।
চীনের জুজিয়াও অঞ্চল থেকে এই প্রজাতির মানুষের ১৬টি ফসিল উদ্ধার করা সম্ভব হয়েছে। এদের করোটির আকার ১০৩ থেকে ১০৯ ঘনইঞ্চি। যেখানে নিয়ান্ডারথালদের করোটির আকার ৮৮ ঘন ইঞ্চি এবং আধুনিক মানুষদের ৮২ ঘন ইঞ্চি। কিছু বিশেষজ্ঞের মতে, এদের সাথে বিলুপ্ত হওয়া অন্য একটি মানবপ্রজাতি ডেনিসোভান’দের মিল রয়েছে। এদের ফসিলের আশেপাশে বিভিন্ন প্রাণীর হাড়গোড় দেখে ধারণা করা হয় এরা দক্ষ শিকারী ছিল!